জেনেটিক পরির্বতন করে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু

জেনেটিক পরির্বতন করে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু

ছবিঃ সংগৃহীত।

জেনেটিক পরির্বতনের মধ্য দিয়ে দিনদিন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু জ্বর। এবছর মোট আক্রান্ত শিশুর তের শতাংশেরই বয়স এক বছরের নিচে। বিশেষজ্ঞরা বলছেন, তিনদিন জ্বরের পর ডেঙ্গুর লক্ষণ দেখা দেয়ার কথা থাকলেও, এবার আগেই শিশুরা শকে চলে যাচ্ছে এবং অবস্থার অবনতি ঘটছে। 

বর্তমানে দেশব্যাপী আতঙ্কের নাম ডেঙ্গু জ্বর। এডিসবাহিত এই জ্বরে শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। প্রতিদিনই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা।

এবছর ডেঙ্গুর জেনেটিক পরিবর্তন খুঁজে পেয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, পরিচিত ধারণার বাইরে এই জ্বর মারাত্মক আকার ধারণ করছে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, “আক্রান্তের ১৩ শতাংশ ১ বছরের নীচের শিশুরা। এমনকি তিন মাস ও সদ্য জন্মজাত সন্তানও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। দ্রুত খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি। আমরা জানতাম, ডেঙ্গু হওয়ার পর তিন থেকে চার দিন পর্যন্ত জ্বর থাকে, জ্বরের পর বাচ্চারা শকে চলে যেতে পারে, রক্তক্ষরণ হতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে তিনদিনের মধ্যেই বাচ্চারা খারাপের দিকে যাচ্ছে।”

জ্বর হলে ঘরে বসে না থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

মশার কামড় থেকে শিশুদের রক্ষা করতে ফুল প্যান্ট এবং ফুল স্লীভ পোষাক পরানোরও পরামর্শ চিকিৎসকদের।