আজ ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স

আজ ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স

প্রতীকী ছবি।

আজ রবিবার (৬ আগস্ট) ঢাকার শেয়ারবাজারের প্রথম প্রথম ঘণ্টার লেনদেনের পর শীর্ষে উঠে এসেছে বিমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স। বছরের দ্বিতীয় প্রান্তিকের জন্য কোম্পানিটির আর্থিক বিবরণী প্রকাশিত হওয়ার পর তাদের শেয়ার লেনদেনের শীর্ষে উঠে আসে।

সোনালি লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক বিবরণীতে দেখা গেছে, এপ্রিল-জুন সময়ে কোম্পানিটির আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। সে কারণে এই কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়েছে। শেয়ারের দাম বেড়েছে, সেই সঙ্গে লেনদেনও বেড়েছে।

এ ছাড়া বিমা খাত ছাড়া আজ অন্য কোনো খাতের কোম্পানির শেয়ারের দাম তেমন একটা বাড়েনি। এসব খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে, আবার অনেক কোম্পানির দাম কমেছে।

লেনদেনেও সামগ্রিকভাবে আজ বিমা খাতেরও আধিপত্য দেখা যাচ্ছে। তবে আজ দিনের প্রথম ঘণ্টার লেনদেনের পর দেখা গেছে, বাজারে তিনটি সূচকই নিম্নমুখী। বাজারের প্রধান ডিএসইএক্স সূচক কমেছে ৪ দশমিক ৬৪ পয়েন্ট; ডিএসইএস সূচক কমেছে ২ পয়েন্ট; ডিএস ৩০ সূচক কমেছে ৫ দশমিক ০২ পয়েন্ট।

লেনদেনের শীর্ষে থাকা সোনালি লাইফের শেয়ার লেনদেন হয়েছে পাঁচ কোটি ৩৮ লাখ টাকার। দ্বিতীয় স্থানে থাকা ফুওয়াং ফুডের লেনদেন হয়েছে পাঁচ কোটি টাকার; তৃতীয় স্থানে থাকা মেট্রো স্পিনের লেনদেন হয়েছে চার কোটি ৭৯ লাখ টাকার। প্রথম এক ঘণ্টায় লেনদেন হয়েছে ১২৩ কোটি টাকার শেয়ার।