খাবার দিতে দেরী হওয়ায় নানী খুন

খাবার দিতে দেরী হওয়ায় নানী খুন

প্রতিকী ছবি

পাবনা প্রতিনিধি :  খাবার দিতে দেরী হওয়ায় নানী খুন হলেন নাতির লাঠির আঘাতে। এই নির্মম ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ মে ) বিকেলে পাবনা সদর উপজেলার রামচন্দ্রপুর-চরপাড়ায়।

নিহত মালেকা বেগম (৪৫) রামচন্দ্রপুর চরপাড়া মহল্লার দুলু মন্ডলের স্ত্রী।

 হত্যাকারী নাতি রাকিব হোসেন (২২)কুষ্টিয়ার মানিক মিয়ার ছেলে ও পেশায় স্বর্ণ ব্যবসায়ী।  সে নানা-নানীর বাড়িতেই থাকে।

 পাবনা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, বাইরে থেকে বাড়িতে ঢুকেই নানির কাছে নাতি খাবার চায়। কিন্তু খাবর দিতে একটু দেরী হওয়ায় নাতি রাকিব ক্ষিপ্ত হয়ে নানীর সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে রাকিব তার নানীর মাথায় সজেরো লাঠি দিয়ে আঘাত করে। পরিবারের লোকজন গুরুতর আহত মালেকা বেগমকে দ্রæত পাবনা  মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান। রাকিবের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। পুলিশ রাকিবকে  গ্রেপ্তার করেছে।