একদিনে টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত ৪০

একদিনে টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত ৪০

সংগৃহীত

টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। শহর থেকে গ্রাম সর্বত্রই ছড়িয়ে পড়ছে এডিস মশা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

সোমবার (৭ আগস্ট) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে আজকে পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১৩ জন ও সুস্থ হয়েছেন ৫৭৯ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ১৩৪ জন। এ পর্যন্ত একজন মারা গেছেন।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯ জন, নাগরপুর উপজেলায় দুজন, দেলদুয়ার উপজেলায় একজন, মির্জাপুর উপজেলায় ৯ জন, সখীপুর উপজেলায় তিনজন, ঘাটাইল উপজেলায় দুজন এবং ধনবাড়ী উপজেলায় চারজন রয়েছেন।

ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। শহর থেকে ছড়িয়ে পড়ছে গ্রামে। গত ২৪ ঘণ্টায় ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। লোকজন সচেতন না হলে ভয়াবহ আকার ধারণ করতে পারে।