পোল্যান্ডে পার্লামেন্ট নির্বাচন ১৫ অক্টোবর

পোল্যান্ডে পার্লামেন্ট নির্বাচন ১৫ অক্টোবর

ফাইল ছবি

পোল্যান্ডের সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এই তথ্য জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধ নিয়ে অস্বস্তিতে আছে পোল্যান্ড। পূর্ব সীমান্তে বেলারুলে ওয়াগনার যোদ্ধাদের আনাগোনা উদ্বেগ বাড়াচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ন্যাটোর সম্পর্কও ভালো যাচ্ছে না। এমন এক সময়ের মধ্য নির্বাচনের ঘোষণা দিলেন পোলিশ প্রেসিডেন্ট।

দুই কক্ষ বিশিষ্ট পোলিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ সেজম ও নিম্ন কক্ষ সিনেট। পার্লামেন্টের মেয়াদ চার বছর।

প্রেসিডেন্ট দুদা ক্ষমতাসীন জাতীয়তাবাদী আইন ও বিচার (পিআইএস) দলের সঙ্গে জোটবদ্ধ। ২০১৫ সাল থেকে ক্ষমতায় আছে দলটি। পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় কাউন্সিলের সাবেক সভাপতি ডোনাল্ড টাস্কের নেতৃত্বে থাকা লিবারেল সিভিক প্ল্যাটফর্ম (পিও) তাদের বড় প্রতিপক্ষ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০১৫ এবং ২০১৯ সালের মতো এবারও জয় পাওয়ার সম্ভাবনা বেশি থাকলেও পিআইএস একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। তখন তারা উগ্র-ডান কনফেডারেশন পার্টির সঙ্গে জোট বাঁধতে পারে।

সূত্র: আল জাজিরা