চলন্ত গাড়ির বনেটে ভিডিও বানানোয় ১ লাখ রুপি জরিমানা

চলন্ত গাড়ির বনেটে ভিডিও বানানোয় ১ লাখ রুপি জরিমানা

চলন্ত গাড়ির বনেটে ভিডিও বানানোয় ১ লাখ রুপি জরিমানা

রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটছে দু’টি কালো রঙের স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি)। হঠাৎ ওই চলন্ত গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসতে দেখা গেল দুই যুবককে। চলন্ত অবস্থাতেই গাড়ির বনেটে দাঁড়ায় তারা, তখন গাড়ির গতি আরো বাড়ানো হয়। কখনো দু’হাত ছড়িয়ে, কখনো আবার কোমরে হাত দিয়ে দাঁড়াতে দেখা গেল তাদের। সম্প্রতি এমনই একটি ভাইরাল হয়েছে।

ওই দু’টি এসইউভির আগে ছিল আরো একটি গাড়ি। সেখান থেকে দুই যুবকের ভিডিও করা হচ্ছিল। কখনো বনেটে দাঁড়িয়ে, কখনো আবার গাড়ির জানলার ওপর দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে দেখা যায় ওই দুই যুবককে। ওই ভিডিও শেয়ার করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। আর এর ফলেই জরিমানা দিতে হয়েছে তাদের। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার পত্রিকা।

ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের বরেলির। এক পথচারী ওই দুই যুবকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করে পুলিশকে ট্যাগ করেন। একই সাথে এ ধরনের ঘটনা বন্ধ করার অনুরোধও জানান।

অভিযোগ পাওয়ার পর এবং ভিডিওটি দেখে গাড়ির নম্বর প্লেট চিহ্নিত করে পুলিশ। তারপরই এক লাখ রুপি জরিমানা করা হয় অভিযুক্ত দুই যুবকের।
সূত্র : আনন্দবাজার পত্রিকা