রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে হানিফ পরিবহন ও জোয়ানা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার(১০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এস এম শরীফ আহমেদ আবদুল্লাহ।

গুরতর আহতরা হলেন, জোয়ানা পরিবহনের চালক আসাদ আলী আকন্দ এবং হানিফ পরিবহনের চালক সাইফুল ইসলাম।

আহত আসাদ আলী ময়মনসিংহ মুক্তাগাছা থানা শশা ইজারাদার চরের মৃত মোল্লা আকন্দের ছেলে এবং অপর চালক সাইফুল ইসলাম বগুড়ার দুপচাচিয়া থানার তারাজন গ্রামের শমসের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, জোয়ানা পরিবহনের বাসটি সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে অপর দিক থেকে হানিফ পরিবহনের বাসটি ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে তারাগন্জ উপজেলার ফায়ার সার্ভিসের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতদের তারাগন্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আশংকাজনক অবস্থায় গাড়ির দুই চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এস এম শরীফ আহমেদ আবদুল্লাহ বলেন, মুখোমুখি সংঘর্ষে আহত অনেক। এ ঘটনায় কেউ মারা যায়নি, তবে দুজন গুরতর আহত। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।