টঙ্গীতে ট্রেনে হামলা-ছিনতাই, গ্রেপ্তার আরও ৫

টঙ্গীতে ট্রেনে হামলা-ছিনতাই, গ্রেপ্তার আরও ৫

প্রতীকী ছবি

গাজীপুরে টঙ্গীতে চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১২ আগস্ট) র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. পারভেজ রানা এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের টঙ্গীর রেলওয়ে জংশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেন ছিনতাইকারীদের কবলে পড়ে। এ ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ টঙ্গী রেলস্টেশন এলাকার আশপাশে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি সুইস গিয়ার চাকু, চাপাতি এবং ছিনতাই হওয়া কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, শুক্রবার (১১ জুলাই) দুপুরে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় বাদী হয়ে একটি মামলা করেন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ট্রেনের স্টুয়ার্ড গোপাল চন্দ্র দাস। মামলায় আটক হওয়া ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ওই মামলায় আজ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ট্রেনে হামলা-ছিনতাইয়ের ঘটনায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।