বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেয়ের মৃত্যু

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেয়ের মৃত্যু

তাবাচ্ছুম আক্তার (ফাইল ছবি)

আজ রবিবার (১৩ আগস্ট) সকালে বাবার মোটরসাইকেলে বিদ্যালয়ে যাচ্ছিল তাবাচ্ছুম। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে পেছন থেকে ছিটকে পিচঢালা রাস্তায় পড়ে যায় তাবাচ্ছুম। প্রচণ্ড আঘাত লাগে তার মাথায়।

গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ রবিবার (১৩আগস্ট) বিকেল পাঁচটার দিকে মারা যায় তাবাচ্ছুম।

তাবাচ্ছুম আক্তার (১৪) বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনয়িনের খুড়িয়াখালী গ্রামের আব্বাস গাজীর মেয়ে। সে ওই ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। রবিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের কাছাকাছি এই দুর্ঘটনাটি ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান আসাদ জানান, তাবাচ্ছুমকে প্রতিদিন তার বাবা মোটসাইকেলে বিদ্যালয়ে দিয়ে যেতেন। আজো তাকে নিয়ে আসার পথে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে।

তিনি জানান, প্রথমে তাবাচ্ছুমকে শরণখোলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। তাবাচ্ছুমের মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা মেডিক্যাল থেকে তাবুচ্ছুমের মরদেহ নিয়ে বাড়ি উদ্দেশ্যে রওনা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে স্কুলছাত্রীর মৃত্যুর খবর শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।