মিয়ানমারে খনিতে ভূমিধস, নিখোঁজ ৩০

মিয়ানমারে খনিতে ভূমিধস, নিখোঁজ ৩০

প্রতীকী ছবি

মিয়ানমারের উত্তরাঞ্চলে এক পান্না খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ৩০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। 

কাচিন রাজ্যের পাহাড়ি শহর হাপাকান্তে এই দুর্ঘটনা ঘটেছে। শহরটিতে বিশ্বের সবচেয়ে বড় ও আকর্ষণীয় পান্নার খনিটি অবস্থিত।

বৃষ্টির সময় বিশেষ করে মে ও অক্টোবরের মাঝামাছি সময়ে ওই এলাকায় মাঝেমধ্যেই ভূমিধসের ঘটনা ঘটে। ২০২০ সালে একই এলাকায় ভূমিধসের ১৬২ জন নিহত হয়েছিল। 

ভারী বৃষ্টির কারণে ওই এলাকায় খনি খননের কাজ স্থগিত করা হয়েছিল। তবে সেখানে স্থানীয়রা নিজ উদ্যোগে পান্নার খোঁজ করছিল। 

সূত্র: বিবিসি