কুড়িগ্রামে নদীর পানি বৃদ্ধি

কুড়িগ্রামে নদীর পানি বৃদ্ধি

সংগৃহীত

দুদিনের অবিরাম বর্ষণ ও উজানের পানির ঢলে কুড়িগ্রামের সবকটি নদনদীর পানি ক্রমেই বেড়ে চলেছে। তবে মঙ্গলবার দুপুরে তিস্তা নদীর পানি অনেক বাড়লেও তা বিকেলে কমতে শুরু করে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, সোমবার রাত ৯টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবার সকালে তা কমে বিপৎসীমার ৩৯ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হয়। বিকেল ৩টায় স্থানীয় পাউবো জানায়, তিস্তার পানি কমে বিপৎসীমার ১৭ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া ভাটিতে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানিও অনেক বেড়ে বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হয়। ফলে এসব নদনদীর নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হয়ে পড়েছে। আকষ্মিকভাবে তিস্তা নদীর পানি অনেক বেড়ে যাওয়ায় নদী অববাহিকার মানুষজজন পড়েছেন বিপাকে। এভাবে বাড়তে থাকলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে মারাত্মক ক্ষতির আশংকা এসব এলাকার মানুষের।

এদিকে, পানি বৃদ্ধির ফলে নদী পাড়ের নিম্নাঞ্চলে সদ্য রোপনকৃত আমনসহ বিভিন্ন জমির ফসল নিমজ্জিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত ৩৩৫ হেক্টর জমির আমন ও ৫০ হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। তবে এখনও ক্ষতির সম্ভাবনা নেই বলে জানায় এ অফিস। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ঢাকার পানিভবনের উদ্ধৃতি দিয়ে জানান, দেশে ও উজানে ভারী বৃষ্টিপাত কমে আসার কারনে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে।