পশ্চিমাদের গোপন তথ্য ফাঁস করার হুমকি রাশিয়ার

পশ্চিমাদের গোপন তথ্য ফাঁস করার হুমকি রাশিয়ার

সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাধ্যমে পশ্চিমাদের কথিত শক্তিশালী অস্ত্রের আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। আর পশ্চিমাদের অস্ত্রের এসব দুর্বলতার তথ্য রাশিয়া খুব শিগগির প্রকাশ করবে বলে হুমকি দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। 

মঙ্গলবার একটি নিরাপত্তা সম্মেলনে এ হুমকি দিয়েছেন তিনি। খবর আলজাজিরার। 

সের্গেই শোইগু দাবি করেছেন, রুশ বাহিনীর শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থার কারণে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তেমন সাফল্য অর্জন করতে পারেনি। ইউক্রেনীয় সেনারা ক্লান্ত হয়ে এসেছে, তাদের অস্ত্রও ফুরিয়ে এসেছে। বর্তমানে তাদের লড়াই করার ক্ষমতা ‘প্রায় শেষ’।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারের জন্য পালটা হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। প্রথম দিকে কিছুটা সফলতা পেলেও দিন দিন ইউক্রেনের ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে ।

শোইগু আরও বলেন, ‘বিশেষ সামরিক অভিযানে, পশ্চিমাদের অস্ত্রের কথিত শ্রেষ্ঠত্বের অসংখ্য অতিকথার আসল তথ্যফাঁস হয়েছে। যুদ্ধের প্রাথমিক ফলে দেখা যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীর যুদ্ধ করার ক্ষমতা প্রায় শেষ হয়ে এসেছে।’

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ নির্দেশের পর প্রায় লাখখানেক সেনা ইউক্রেনে প্রবেশ করে। তারা কয়েক দিনের মধ্যে পুরো ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ অংশ দখল করে নেয়। এসব দখলকৃত অঞ্চল থেকেই পশ্চিমাদের অস্ত্র সহায়তা নিয়ে এ বছরের জুনে পালটা হামলা শুরু করেছিল ইউক্রেন। কিন্তু সেটি আলোর মুখ দেখেনি।