যুক্তরাজ্যে তিন রুশ গুপ্তচর গ্রেপ্তার

যুক্তরাজ্যে তিন রুশ গুপ্তচর গ্রেপ্তার

সংগৃহীত

যুক্তরাজ্যে তিন রুশ গুপ্তচর গ্রেপ্তার করা হয়েছে। রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত সন্দেহে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ তদন্তে তাদের অভিযুক্ত করেছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার তিনজনই বুলগেরিয়ার নাগরিক। তারা রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছে বলে অভিযোগ রয়েছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী গোয়েন্দাদের দ্বারা রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অধীনে ফেব্রুয়ারিতে তাদের আটক করে। এরপর থেকে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। আগামী জানুয়ারিতে লন্ডনের ওল্ড বেইলিতে তিন আসামির বিচার হওয়ার কথা। তারা এখনও অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান জানায়নি।

তবে এ বিষয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কোনো মন্তব্য জানা যায়নি। গ্রেপ্তারকৃত তিনজন বছর অনেক বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তারা বিভিন্ন চাকরিতে কাজ এবং লন্ডন শহরতলির বিভিন্ন বাসায় বসবাস করেছেন।