এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত সাড়ে ৫ হাজার

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত সাড়ে ৫ হাজার

ফাইল ছবি

৮ বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১ হাজার ৪১৩ কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এইচএসসির প্রথম দিনে সাড়ে ৫ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।​

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, প্রথম দিন অনুপস্থিত ছিল ৫ হাজার ৫২২ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি ১ হাজার ৪৩৬ জন, রাজশাহী বোর্ডে ৯৩১ জন, কুমিল্লা বোর্ডে ৬৫৫ জন, যশোর বোর্ডে ৬২৪ জন, সিলেট বোর্ডে ৪০৭ জন, বরিশালে ৩৮০ জন, দিনাজপুরে ৭৩৩ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৩৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। এতে অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। কিন্তু এ পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখেরও বেশি পরীক্ষার্থী।

তবে বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া তিন বোর্ডের প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থীকে এইচএসসিতে বসতে আরও ১০ দিন অপেক্ষা করতে হবে। আগামী ২৭ আগস্ট থেকে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা শুরু হবে।