বিরোধী দলগুলো শর্ত ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার

বিরোধী দলগুলো শর্ত ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার

বিরোধী দলগুলো শর্ত ভঙ্গ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার (১৮ আগস্ট) এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গোলাম ফারুক বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে রাজপথে মিছিল-মিটিং চলছে। এ অবস্থায় রাজনৈতিক দলগুলো আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা নিয়ন্ত্রণে আমাদের প্রস্তুতি আছে। বিরোধী দলগুলোকে মিছিল-মিটিং করার অনুমতি দেওয়া হচ্ছে। তবে, শর্ত ভঙ্গ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমাদের প্রস্তুতি তো বড় কথা নয়। তাদের আমরা অনুমতি দিলাম, তাদের দায়িত্বটা বড়। কথায় কথায় অ্যাকশন নেওয়া এ সব করতে চাই না। আমরা সবাই দায়িত্বশীল। তাদের দায়িত্বের প্রতি আমরা শ্রদ্ধা রাখতে চাই। তারপরও যদি তারা দায়িত্ব পালন করতে না পারে, তাহলে এর দায়দায়িত্ব তাদের বহন করতে হবে।