মশক নিধন কার্যক্রমের ব্যয় নির্ধারণে ডিএসসিসির কমিটি

মশক নিধন কার্যক্রমের ব্যয় নির্ধারণে ডিএসসিসির কমিটি

ফাইল ছবি

পাবলিক প্রকিউরমেন্ট অনুযায়ী দাফতরিক ব্যয় নির্ধারণ করতে কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ কমিটির সদস্যরা ২০২৩-২০২৪ অর্থবছরে মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন মেশিনের জন্য টুল বক্স সরবরাহ ব্যয় নির্ধারণ করবে। 

শনিবার (১৯ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান এ বিষয়ে ৩ সদস্যের একটি কমিটি গঠন করে দফতর আদেশ জারি করেন।

দফতর আদেশ সূত্রে জানা যায়, তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে। এছাড়াও কমিটির সদস্য সচিব হয়েছেন অঞ্চল-১ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা এবং সদস্য করা হয়েছে সংস্থাটির ভান্ডার ও ক্রয় কর্মকর্তাকে।

এ বিষয়ে ডিএসসিসি সচিব আকরামুজ্জামান জানান, গঠিত এই কমিটি এসব মালামালের দাফতরিক প্রাক্কলিত ব্যয় প্রস্তুত করে তা প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তার নিকট প্রদান করবে।