নেত্রকোনায় বিএনপির পদযাত্রা শেষে আটক ৬

নেত্রকোনায় বিএনপির পদযাত্রা শেষে আটক ৬

প্রতীকী ছবি

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে উন্নত চিকিৎসাসহ একদফা দাবিতে নেত্রকোনায পদযাত্রাসহ সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে নেত্রকোনা মদন বাসস্ট্যান্ড এলাকার বনুয়াপাড়া থেকে একটি পদযাত্রা বের করে আবু আব্বাস ডিগ্রি কলেজের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ অনেকেই।

এদিকে কর্মসূচি শেষে শহরের কুড়পাড় পাম্প সংলগ্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সিএনজি ভাঙচুরের অভিযোগে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েরেছ।

নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, কুড়পাড় গ্যাস অফিস সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়। তাদের হামলায় সদর উপজেলার খতিবনগুয়া এলাকার সিএনজি অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক আহত হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান ছয়জন আটকের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।