রাশিয়ার ১৫টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

রাশিয়ার ১৫টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

রাশিয়ার ১৫টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী রাতে আক্রমণের সময় ১৫টি রাশিয়ান ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। কিয়েভের বিমান বাহিনী শনিবার এ কথা জানিয়েছে।এতে বলা হয়, বিমান হামলায় ইরানের তৈরি ১৭টি শাহেদ ড্রোন ব্যবহৃত হয়েছিল এবং অন্য দুটির কী হয়েছিল তা নির্দিষ্ট করে জানা যায়নি।

টেলিগ্রামে ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, রাশিয়ান বাহিনী ‘শাহেদ-১৩৬/১৩১’ আক্রমণকারী ইউএভি দিয়ে উত্তর থেকে আক্রমণ করেছে। কুর্স্ক অঞ্চল থেকে মোট ১৭টি আক্রমণকারী ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে।’
ইউক্রেনীয় বাহিনী বলেছে, ‘উত্তর, মধ্য এবং সেইসাথে পশ্চিম অঞ্চলে’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শুরু হয়। সম্প্রতি আকাশ ও সমুদ্রপথে নিয়মিত ড্রোন আক্রমণের খবর দিয়েছে। রাশিয়ান-নিয়ন্ত্রিত অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে ইউক্রেন পাল্টা আক্রমণ চালাচ্ছে।
নিরাপদ রপ্তানি শস্যের অনুমতি দেয়া একটি চুক্তি বাতিল করার পর থেকে কৃষ্ণ সাগর এবং দানিউবে ইউক্রেনের বন্দর অবকাঠামোর উপর মস্কো আক্রমণ বাড়িয়েছে।শুক্রবার, রাশিয়া বলেছে, তাদের বাহিনী মস্কো এবং তার ব্ল্যাক সি ফ্লিটকে লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন ধ্বংস করেছে।

সূত্র : বাসস