অবশেষে গ্রিনউডকে ক্লাব ছাড়া করল ইউনাইটেড

অবশেষে গ্রিনউডকে ক্লাব ছাড়া করল ইউনাইটেড

সংগৃহিত ছবি।

ম্যানচেস্টার ইউনাইটেডের উঠতি ফুটবলার ছিলেন তিনি। ক্লাবের ভবিষ্যৎ ফুটবলারদের একজন হতে পারতেন ম্যাসন গ্রিনউড। তবে ধর্ষণ ও নির্যাতনের পাশাপাশি গ্রিনউডের বিরুদ্ধে হত্যার হুমকি দেয়ার অভিযোগ এনেছিল তার বান্ধবী। সে অভিযোগে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।

দীর্ঘ ১০ মাস পর ম্যানচেস্টার ইউনাইটেড গ্রিনউডকে ক্লাব থেকে বিদায় করে দিল। সোমবার এক বিবৃতি দিয়ে গ্রিনউডের সঙ্গে সম্পর্ক শেষ করার বিষয়টি নিশ্চিত করেছে, ইউনাইটেড কর্তৃপক্ষ।

বিবৃতিতে ক্লাব জানায়, ‘গ্রিনউড ও তার সঙ্গে জড়িতরা স্বীকার করেছে (ধর্ষণ ও নির্যাতনের বিষয়)। গ্রিনউডের সঙ্গে পারস্পরিক সমন্বয়ে ক্লাব তাকে আজ বিদায় করে দিয়েছে। যা দুই পক্ষের জন্যই ভালো।‘

মাত্র ৬ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন গ্রিনউড। একাডেমিতে ভালো করায় সিনিয়র দলেও সুযোগ পেয়ে যায় ২১ বছর বয়সী এই ফুটবলার। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে ১২৯ ম্যাচ খেলে ৩৫ গোল করেছেন এই ফরোয়ার্ড। তবে ২০২২ সালের জানুয়ারি থেকে মাঠে নামা হয়নি গ্রিনউডের।