লেখা পড়ে শোনাবে ক্রোমের রিডিং মোড

লেখা পড়ে শোনাবে ক্রোমের রিডিং মোড

সংগৃহীত

ক্রোমের ডেস্কটপ সংস্করণে টেক্সট-টু-স্পিচ ফিচারের পরীক্ষা চালাচ্ছে গুগল। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড পুলিশ। তবে সংবাদমাধ্যম ভার্জ মন্তব্য করেছে, ফিচারটি ইনস্টাপেপার ব্যবহার করে অনেকে পড়ার কাজ চালালেও স্বয়ং ক্রোমে এই ফিচারটি এলে এটি ব্যবহারকারীদের জন্য বেশ কার্যকর একটি ফিচার হবে।

ভার্জ জানায়, ফিচারটি আপতভাবে পাওয়া যাবে ক্রোমের ব্লিডিং এজ সংস্করণ ক্রোম ক্যানরিতে। এই ফিচারটির মাধ্যমে ক্রোমের রিডিং মোডে লেখা বা আর্টিকেলের একদম ওপরে থাকা প্লে বাটনে ক্লিক করলেই লেখাটি পড়া শুরু করে দেবে ক্রোম।

এ বিষয়ে প্রচারিত হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এখানে গুগলের অনেক কাজ বাকি আছে। এর ভয়েসটি রোবটিক। এখন পর্যন্ত এর বাইরে আর কোনও ইম্প্রেশন দেখা যায়নি বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি। আবার ক্রোমের এই ফিচারটি একটি লুকায়িত ফিচার। এটাকে এনাবল করে নিতে হয়।

ভার্জ আরও মন্তব্য করেছে, গুগল এই জগতে আসলে অনেক পরে এলো। কেননা মাইক্রোসফটের এজ অনেক আগেই এই ফিচার নিয়ে এসেছে।

তারপরও গুগল যদি বিস্তৃতভাবে এই ফিচারটি চালু করে তাহলে ক্রোম ব্যবহারকারীদের জন্য এটি হবে একটি সুখবর। এখন শুধু উচ্চারণের মান ভালো করার অপেক্ষায় গুগল।