ভার্চুয়াল শুনানির দ্বিতীয় দিনে হাজার জনের জামিন

ভার্চুয়াল শুনানির দ্বিতীয় দিনে হাজার জনের জামিন

ছবিঃ সংগ্রহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের করণে সাধারণ ছুটি পালন করছে দেশের প্রায় সকল সরকারি বেসকারি অফিসগুলো।এতিমধ্যে অনেক অফিসগুলো সীমিত আকারে চালু হয়েছে।আবার অনেক অফিসগুলো অনলাইন এর মাধ্যমে তাদের সকল কাজ পরিচালনা করছে। তেমনি আদালত তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সকল বিচার কাজ পরিচালনা করছে।তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আদালতে বিচারক ও আইনজীবীর শারীরিক উপস্থিতি ছাড়াই ভার্চুয়াল শুনানির দ্বিতীয় দিন বুধবার আরও ১ হাজার ১৩ জন জামিন পেয়েছেন।

হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভার্চুয়াল শুনানির প্রথম দিনে ১৪৪ জনের জামিন হয়েছিল।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য গত ২৬ মার্চ থেকে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যাগ নেন প্রধান বিচারপতি। সে অনুযায়ী মন্ত্রিসভায় অনুমোদনের পর গত শনিবার আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তির ব্যবহার অধ্যাদেশ-২০২০ এর গেজেট প্রকাশিত হয়।

রবিবার ওই অধ্যাদেশ অনুযায়ী, উচ্চ আদালতে অতীব জরুরি বিষয়সমূহ ও নিম্ন আদালতে জামিনের বিষয়সমূহ শুনানি শুরুর নির্দেশনা দিয়ে পৃথক পৃথক প্রাকটিস ডাইরেকশন জারি করা হয় সুপ্রিম কোর্ট থেকে।

হাইকোর্টে জরুরি বিষয় বিবেচনায় ফৌজদারি শুনানি, রিট শুনানি ও দেওয়ানি বিষয়সমূহ শুনানির জন্য চারটি বেঞ্চ গঠন করা হয়।