দিনাজপুরে সেপটিক ট্যাংকে পড়ে কিশোরের মৃত্যু, আহত ২

দিনাজপুরে সেপটিক ট্যাংকে পড়ে কিশোরের মৃত্যু, আহত ২

প্রতীকী ছবি

দিনাজপুরের বিরলে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে কিশোরের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো দুই জন। 

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মাটি কাটার সময় হঠাৎ কিশোর শফিকুল ইসলাম প্রতিবেশী লিটন চন্দ্র রায়ের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকিতে অসাবধানতাবশত পড়ে  গেলে এই দুর্ঘটনা ঘটে।  

নিহত কিশোর শফিকুল ইসলাম (১৫) বিরল উপজেলার রাণীপুকুর ইউপি'র দক্ষিণ জগতপুর মেম্বার পাড়া গ্রামের আইনুল হকের ছেলে। আহতরা হলেন, একই এলাকার কুশোল চন্দ্র রায়ের পুত্র লিটন চন্দ্র রায় (২৮) ও মৃত প্রলয চন্দ্র রায়ের পুত্র বিষ্ণ চন্দ্র রায় (২৫)।

স্থানীয়রা জানায়, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মাটি কাটার কাজ করার সময় হঠাৎ কিশোর শফিকুল ইসলাম প্রতিবেশী লিটন চন্দ্র রায়ের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে অসাবধানতা বশত পড়ে যায়। কিশোর শফিকুলকে বাড়ির মালিক লিটন চন্দ্র রায় ও প্রতিবেশী বিষ্ণু চন্দ্র রায উদ্ধারে এগিয়ে এলে তারাও সেপটিক ট্যাংকের মধ্যে নেমে জ্ঞান হারায়। এসময় এলাকাবাসী এগিয়ে এসে তাদের তিন জনকে গুরুতর অবস্থায় সেপটিক ট্যাংকির ভিতর থেকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত লিটন চন্দ্র রায ও বিষ্ণুচন্দ্র রায় চিকিৎসাধীন রয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করেন, রাণীপুকুর ইউনিযন পরিষদের সংশ্লিষ্ট ওযার্ডের সদস্য রুহুল আমিন।