স্পেনে ২৪ ঘণ্টায় পাঁচ শতাধিক অভিবাসীর প্রবেশ

স্পেনে ২৪ ঘণ্টায় পাঁচ শতাধিক অভিবাসীর প্রবেশ

সংগৃহীত

ইউরোপের স্পেনে ২৪ ঘণ্টায় ৫১৪ জন অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছেন। তারা উত্তর আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পাড়ি জমিয়েছেন।গত রবিবার এ পরিস্থিতি বর্ণনা করেছে স্থানীয় গণমাধ্যম।

গত শনিবার দুটি নৌকা ক্যানারি দ্বীপপুঞ্জে ১০৬ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে পৌঁছায়। এরপর রবিবার তিনটি নৌকায় ৪০৮ জন প্রবেশ করেন। তারা সবাই আফ্রিকার সাহেল অঞ্চলের বাসিন্দা।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের সবাই সুস্থ আছেন। বর্তমানে তারা সামাজিক পরিষেবার অধীনে রয়েছেন।

স্পেন পাড়ি দেওয়ার জনপ্রিয় এ রুটে গত জানুয়ারি-জুলাইয়ে অভিবাসনপ্রত্যাশীদের যাতায়াত সামান্য হ্রাস পায়। তবে বার্ষিক হিসেবে চলতি আগস্টে উত্তর আফ্রিকা থেকে প্রবেশ ৮০ শতাংশ বেড়েছে। সূত্রআনাদোলু এজেন্সি