গ্রিসে ছড়িয়ে পড়ছে ইইউ’র সবচেয়ে বড় দাবানল

গ্রিসে ছড়িয়ে পড়ছে ইইউ’র সবচেয়ে বড় দাবানল

সংগৃহীত

গ্রিসের একটি দাবানলকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে বড় দাবানল হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

দাবানল নিয়ন্ত্রণে জোটভুক্ত দেশগুলোর প্রায় অর্ধেক অগ্নিনির্বাপন বিমান পাঠানো হয়েছে সেখানে। ইইউ কমিশনের এক মুখপাত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

বালাজ উজভারি জানিয়েছেন, গ্রিসের আলেকজান্দ্রোপলি শহরের উত্তরে আগুন মোকাবেলায় ইইউ বহরের ১১টি বিমান এবং একটি হেলিকপ্টারসহ ৪০৭ জন অগ্নিনির্বাপক কর্মী পাঠানো হয়েছে।

ইইউ’র নাগরিক সুরক্ষা পরিষেবা জানিয়েছে, আগুনে ৩১০ বর্গমাইলেরও বেশি এলাকা পুড়ে গেছে- যা আয়তনে আমেরিকার নিউ ইয়র্ক সিটির চেয়েও বড়।

নাগরিক সুরক্ষা পরিষেবা বলেছে, “ইউরোপীয় বন অগ্নিনির্বাপন তথ্য ব্যবস্থা অনুযায়ী ২০০০ সালের পর থেকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই দাবানল সবচেয়ে বড়।”

গ্রিসের অগ্নিনির্বাপন নিয়ন্ত্রণ বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, উত্তর-পূর্ব অঞ্চলের দাদিয়া ন্যাশনাল পার্কের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

১৯ আগস্ট থেকে শুরু হওয়ার পর থেকে এই দাবানলে রিপোর্ট লেখা পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ জন অভিবাসীর মৃতদেহ তুরস্কের সীমান্তবর্তী একটি বন থেকে উদ্ধার করা হয়েছে। সূত্ররয়টার্সদ্য গার্ডিয়ান