অন্তর্বর্তী নেতার নাম ঘোষণা গ্যাবনের জান্তার

অন্তর্বর্তী নেতার নাম ঘোষণা গ্যাবনের জান্তার

সংগৃহীত

গ্যাবনের প্রেসিডেন্টকে উৎখাতকারী সৈন্যরা দেশটির নতুন নেতা হিসেবে প্রেসিডেন্টিয়াল গার্ডের প্রধান ব্রিস ক্লাটাইর ওলিগুই নগুইমার নাম ঘোষণা করেছে।

উল্লেখ্য, নগুইমা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আল বঙ্গোর কাজিন। বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

নগুইমা ২০২০ সাল থেকে সামরিক বাহিনীর এলিট শাখা রিপাবলিকান গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এক খবরে প্রকাশ নগুইমার মা আলী বঙ্গোর বাবা ওমরের বোন। ওমর ১৯৬৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আটলান্টিক উপকূলের আফ্রিকান দেশটির শাসক ছিলেন। তার মৃত্যুর পর তার ছেলে বঙ্গো ক্ষমতায় আসেন।

বঙ্গোর পরিবারকে বিশ্বের সবচেয়ে ধনী পরিবারগুলোর অন্যতম বিবেচনা করা হয়। বঙ্গোর মতো নগুইমার বিরুদ্ধেও দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রেও তার বিপুল সম্পত্তি রয়েছে।

বুধবার বঙ্গোকে ক্ষমতাচ্যুত করা হয়। তার ছেলে নুরদ্দিন বঙ্গোকে গ্রেফতার করা হয়েছে।

এই অভ্যুত্থানে রাশিয়া উদ্বেগ প্রকাশ করেছে। ফ্রান্স নিন্দা করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সূত্র : ডেইলি সাবাহ