চমক রেখেই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা আর্জেন্টিনার

চমক রেখেই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা আর্জেন্টিনার

সংগৃহীত

অনেক জল্পনা কল্পনার পর অবশেষে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো আর্জেন্টিনা। ৩২ জনের সেই দলে লিওনেল মেসি, ডি মারিয়া, ডি পলের সঙ্গে জায়গা হয়েছে বেশ কিছু নতুন মুখের।

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বলিভিয়া ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে খেলবে বাংলাদেশ। ৮ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে ঘরের মাঠে বাছাইপর্বের প্রথম ম্যাচে নামবে বিশ্বকাপজয়ীরা। বাংলাদেশ সময় ভোর ৬ টায় হবে ম্যাচটি।

আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচটি হবে ১৩ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে। লা পাজের হার্নান্দো সাইলস স্টেডিয়ামে বিশ্বকাপজয়ীদের আতিথ্য দেবে তারা।

বাছাইপর্বের ৩২ জনের দলে জায়গা হয়নি পাউলো দিবালা, মার্কোস আকুনা, জেরোনিমো রুলি এবং লো সেলসোর। সেলসো ছাড়া বাকিরা কাটা পড়েছেন ইনজুরির কারণে।

অপরদিকে অনূর্ধ্ব-২৩ দল থেকে ডাক এসেছে লুকাস এসকুইভেল, ব্রুনো জাপেল্লি, লুকাস বেলাত্রান ও অ্যালান ভেলাসকোর।

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেস), ওয়াল্টার বেনিতেস (পিএসভি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।

রক্ষণভাগ: নাহুয়েল মলিনা (অ্যাথলেটিকো মাদ্রিদ), জার্মান পাজেল্লা (রিয়াল বেতিস), গঞ্জালো মন্টিয়েল (নটিংহ্যাম ফরেস্ট), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লুকাস এসকুইভেল (অ্যাথলেটিকো পারানায়েন্সে, অনুর্ধ্ব-২৩ দল)।

মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস (রোমা), রদ্রিগো ডি পল (অ্যাথলেটিকো মাদ্রিদ), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), ফাকুন্দো বুয়ানান্তোত্তে (ব্রাইটন), এনজো ফার্নান্দেজ (চেলসি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এজেকুয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন), ব্রুনো জাপেল্লি (অ্যাথলেটিকো পারানায়েন্সে, অনুর্ধ্ব-২৩ দল), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড)।

আক্রমণভাগ: নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), আনহেল ডি কোরেয়া (অ্যাথলেটিকো মাদ্রিদ), জুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), অ্যাঞ্জেলো ডি মারিয়া (বেনফিকা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), অ্যালান ভেলাসকো (এফসি ডালাস অনুর্ধ্ব-২৩ দল), লুকাস বেলাত্রান (ফিওরেন্তিনা, অনুর্ধ্ব-২৩ দল)।