টেকনাফে ৩ বন প্রহরীকে অপহরণ

টেকনাফে ৩ বন প্রহরীকে অপহরণ

সংগৃহীত

কক্সবাজার টেকনাফে এবার ৩ বন প্রহরী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার হ্নীলা দমদমিয়ার ন্যাচার পার্কের পশ্চিম পাহাড়ে বন বিভাগের দায়িত্ব পালনকালে তারা অপহরণের শিকার হন। 

অপহরণকৃতরা হলেন- হ্নীলা ৯নং ওয়ার্ডের মো. শাকের, আব্দুর রহিম ও আব্দুর রহমান। 

স্থানীয়রা জানায়, ৩ বন প্রহরীকে অপহরণের বিষয়ে জানার পর ৯নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী, সিপিজি সদস্য ও বন বিভাগের কর্মীদের নিয়ে রাত পর্যন্ত গহীন পাহাড়ে অনেক খুঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। 

শনিবার সকালে মুচনী বিট কর্মকর্তা মো. আবুল কালাম সরকার বলেন, পাহাড়ে পাহারার দায়িত্ব পালনকালে আমাদের ৩ জন লোককে ধরে নিয়ে গেছে। আমরা থানায় জানিয়েছি। তাদের উদ্ধার আমাদের অভিযান অব্যাহত আছে। 

স্থানীয় ইউপি সদস্য মো. আলী বরেন, আমার এলাকার ৩ জন বন প্রহরীকে অপহরণের খবর পেয়ে তাদের উদ্ধারে জনসাধারণসহ গহীন পাহাড়ে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। 

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।