জয়পুরহাটে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধন

জয়পুরহাটে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধন

সংগৃহীত

জয়পুরহাটে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স ৬৩তম ব্যাচের শুভ উদ্বোধন হয়েছে।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতনে এ কোর্সের উদ্বোধন করেন বিসিডিএস কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ সভাপতি মো. আতাউর রহমান।

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক মো. কাজল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ।

বিসিডিএস জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. নূর-ই আলমের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন- বিসিডিএস’র কেন্দ্রীয় কমিটির পরিচালক কাজী সাদেকুর রহমান, বিসিডিএস’র সদর উপজেলা শাখার সভাপতি রানা সওদাগর ও নওগাঁ জেলা শাখার কার্যকরী সদস্য রায়হান শামীম।

অনুষ্ঠানে প্রধান অতিথি, উদ্বোধকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা কেটে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স ৬৩তম ব্যাচের শুভ উদ্বোধন করেন।