ইউরো বাছাইপর্বে পর্তুগাল স্কোয়াডে রোনাল্ডো

ইউরো বাছাইপর্বে পর্তুগাল স্কোয়াডে রোনাল্ডো

ইউরো বাছাইপর্বে পর্তুগাল স্কোয়াডে রোনাল্ডো

আসন্ন ইউরো ২০২৪ বাছাইপর্বে স্লোভাকিয়া ও লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগাল দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।বাছাইপর্বে এ পর্যন্ত চার ম্যাচ শেষে শতভাগ জয়সহ ১২ পয়েন্ট নিয়ে জে’ গ্রুপের  শীর্ষে অবস্থান করছে পর্তুগাল।আগামী শুক্রবার ব্রাস্তিলাভায় স্লোভাকিয়ার মুখোমুখি হবার তিনদিন পর লুক্সেমবার্গকে আতিথেয়তা দিবে রোনাল্ডোর পর্তুগাল। 

বাছাইপর্বের চার ম্যাচে এ পর্যন্ত পাঁচ গোল করেছেন রোনাল্ডো। এ প্রসঙ্গে পর্তুগীজ কোচ রবার্তো মার্টিনেজ বলেছে, ‘জাতীয় দলে ২০০ ম্যাচ খেলা একজন খেলোয়াড়কে দলে পাবার বিষয়টি বিশেষ কিছু। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দলে পেয়ে আমি সত্যিই দারুন খুশী।’

৩৮ বছর বয়সী রোনাল্ডো জুনে আইসল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন। বর্তমানে তিনি সৌদি পেশাদার লিগের ক্লাব আল নাসরে খেলেছন। সৌদি লিগের আরো দুই মিডফিল্ডার ওটাভিও ও রুবেন নেভেসকেও দলে ডেকেছেন মার্টিনেজ। এছাড়া প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন উল্ফসের ফুল-ব্যাক টোটি।

পর্তুগাল স্কোয়াড :
গোলরক্ষক : দিয়েগো কস্তা, জো সা, রুই প্যাট্রিসিও
ডিফেন্ডার : দিয়োগো ডালোট, নেলসন সেমেডো, হুয়াও ক্যান্সেলো, ডানিলো পেরেইরা, রুবেন দিয়াস, এন্টোনিও সিলভা, গনসালো ইনাসিও, টোটি
মিডফিল্ডার : হুয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেজ, ওটাভিও, ভিটিনহা, বার্নার্ডো সিলভা
ফরোয়ার্ড : ক্রিস্টিয়ানো রোনাল্ডো, রাফায়েল লিয়াও, রিকার্ডো হোর্তা, হুয়াও ফেলিক্স, পেড্রো নেটো, গনসালো রামোস, দিয়েগো জোতা।

সূত্র : বাসস