ময়মনসিংহে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

ময়মনসিংহে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

সংগৃহিত ছবি।

মানুষের পাশে, মানবতার পথে এগিয়ে যাই, চলো একসাথে,,এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এস এস সি ৯১ ফাউন্ডেশন এর সৌজন্যে এবং এসএসসি ৯১ ময়মনসিংহ বিভাগ( এমডি -৯১), অরবিস ইন্টান্যাশনাল ও ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহ এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে ২ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে এসএসসি ৯১ ফাউন্ডেশনের সৌজন্যে দিনব্যাপী এই মানবিক কর্মসূচী পালিত হয়। মেগাসিটি কল্যাণ ট্রাস্ট এর আহ্বায়ক গোলাম শাহরিয়ার শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা যুগ্ম সচিব ইউসুফ আলী,সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম সচিব পরিচালক প্রতিষ্ঠান মোঃ কামরুল ইসলাম চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শিক্ষা মেহেদী হাসান, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার প্রদীপ চন্দ্র কর, আব্দুল কাইয়ুম জেলা সমাজসেবার পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ প্রদীপ চন্দ্র কর,হৃদরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাঃ ওয়াসিম খান, ৯১ এর বন্ধু সহযোগী অধ্যাপক ডাঃ শাহনাজ জাহান, অর্থপেডিক্ট বিশেষজ্ঞ ডাঃ আজিজুল হক, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা দিনব্যাপী ফ্রী চিকিৎসাসেবা দেওয়া হয়।

প্রায় ৪ শতাধিক রোগীকে ইসিজি ও ঔষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হয়। বিএনএসবি এর পক্ষ থেকে ২৫ জনকে ফ্রী চশমা দেওয়া হয়। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৯১ এর বন্ধু কন্ঠ শিল্পী শফিকা নাসরিন সঙ্গীত পরিবেশন করে।এসএসসি ৯১ ফাউন্ডেশনের এডমিন মোয়াজ্জেম হোসেন বিপুল,এসএসসি ৯১ ময়মনসিংহ বিভাগ এর এডমিন শহীদুলসহ ৯১ এর বন্ধুগন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন । পরিচালনা করেন মিজানুর রহমান টিটু।