সুদানের খার্তুমে বিমান হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের খার্তুমে বিমান হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সংগৃহীত

সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় দুই শিশু কমপক্ষে ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।  রবিবার সুদানের অধিকার কর্মীরা এ তথ্য জানিয়েছেন।

প্রতিরোধ কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, “দক্ষিণ খার্তুমে বিমান বোমা হামলায় ২৫ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।”

প্রতিরোধ কমিটিটি সুদানের স্বেচ্ছাসেবক গোষ্ঠীর মধ্যে একটি, যারা গণতন্ত্রপন্থী বিক্ষোভের আয়োজন করত এবং এখন সেনাবাহিনী ও আধাসামরিক যোদ্ধাদের মধ্যে বন্দুকযুদ্ধে আটকা পড়া পরিবারগুলোকে সহায়তা প্রদান করে।

এর আগে এক বিবৃতিতে বলা হয়েছিল, “নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে এবং আরও বেশি প্রাণহানির ঘটনা রেকর্ড করা যায়নি। কারণ ‘সেসব মৃতদেহ হাসপাতালে স্থানান্তর করা যায়নি। হামলায় এসব ব্যক্তির দেহ মারাত্মকভাবে পুড়ে গেছে বা ছিন্নভিন্ন হয়ে গেছে।”

চলতি বছরের ১৫ এপ্রিল থেকে সুদানের নিয়মিত সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস- এর মধ্যে লড়াই শুরু হয়। দেশটির দুই বাহিনীর মধ্যে এই সংঘর্ষে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার লোক নিহত হয়েছে। সূত্রদ্য গার্ডিয়ান