একাদশে ভর্তি: কলেজপ্রাপ্তির তালিকায় মেয়েরাই বেশি

একাদশে ভর্তি: কলেজপ্রাপ্তির তালিকায় মেয়েরাই বেশি

সংগৃহীত

একাদশ শ্রেণিতে কলেজ পাওয়াদের তালিকায় বেশিই ছাত্রীদের সংখ্যা। প্রথম ধাপে আবেদন করে ৫৪ শতাংশ ছাত্রী কলেজ পেয়ে গেছেন। ফলে এখানেও পিছিয়ে রয়েছেন ছাত্ররা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এ ফলাফল বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

জানা যায়, এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর ছাত্রদের চেয়ে ৪৮ হাজার ছাত্রী বেশি পাস করেন। জিপিএ-৫ বেশি পান সাড়ে ১৩ হাজার ছাত্রী। এসএসসির ফলাফলে ছাত্রীদের এগিয়ে থাকার প্রভাব পড়েছে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলে।

বুধবার (৬ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, কলেজে ভর্তির জন্য এ বছর প্রথম ধাপে আবেদন করেছিলেন ১৩ লাখ ৬ হাজার ৯৫৮ শিক্ষার্থী। তাদের মধ্যে কলেজ পেয়েছেন ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী।

ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৭৬ হাজার ১৫০ জন। আর ছাত্রের সংখ্যা ৫ লাখ ৮৫ হাজার ৬৪৭ জন। অর্থাৎ ছাত্রের চেয়ে ছাত্রী বেশি ৯০ হাজার ৫০৩ জন। শতাংশের হিসেবে প্রথম ধাপে কলেজ পেয়ে গেছেন ৫৪ শতাংশ ছাত্রী। আর ছাত্র ৪৬ শতাংশ।

অন্যদিকে একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে ১২- ১৪ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর।