সেপটিক ট্যাংকে পড়ে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

সেপটিক ট্যাংকে পড়ে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

প্রতীকী ছবি

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা ফায়ার স্টেশনের কর্মকর্তা (এস ও) মো. নাসিম রেজা নিলু এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শ্রী আরমান চন্দ্র (৩৫) গাইবান্ধা পৌরসভার (মাতৃসদন) খাঁ পাড়া বাসিন্দা। বাবা-মারা যাওয়ার পর থেকে তিনি খাঁ পাড়ায় তার খালা শ্রীমতি দিনার বাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, আরমান বুধবার বিকেলে ওই এলাকার সামসুজ্জোহা নামের এক ব্যক্তির বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করছিল। ট্যাংকি থেকে রশি বেঁধে বালতি দিয়ে ময়লা তোলার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে ময়লায় ডুবে যান। এ সময় ফায়ার সার্ভিসের ১০ সদস্যের একটি টিম দুই ঘণ্টা চেষ্টার পর সেপটিক ট্যাংক থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, বুধবার বিকেলে ফায়ার সার্ভিসের সহায়তায় সেপটিক ট্যাংক থেকে ওই পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।