চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে প্রাণ গেল শারীরিক প্রতিবন্ধীর

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে প্রাণ গেল শারীরিক প্রতিবন্ধীর

প্রতিকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনে কেটে মুরাদ হোসেন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুরাদ হোসেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, বিকেলে জয়রামপুর রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইন পার হচ্ছিলেন মুরাদ। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কেটে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সহায়তার ঘাটতি হলে পুরো অঞ্চলটি ঝুঁকিতে পড়তে পারে। সংকটের সাত বছরেও আজ পর্যন্ত এ বিষয়ে কোনো সমাধান চোখে পড়েনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলনের সভাপতি এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো সভাপতিত্বে এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন।

অনুষ্ঠানের ফাঁকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে আলাদাভাবে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।