বৃষ্টি মাথায় নিয়ে কলম্বোয় সাকিব-মুশফিকের দল

বৃষ্টি মাথায় নিয়ে কলম্বোয় সাকিব-মুশফিকের দল

ফাইল ছবি।

পাকিস্তানের লাহোর ছেড়ে শ্রীলংকার কলম্বো পৌঁছেছে বাংলাদেশ দল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী প্রবল বৃষ্টি সঙ্গী করেই এশিয়া কাপ সুপার ফোরের মূল ভেন্যুতে পা রেখেছে টিম টাইগার্স।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ দল টিম হোটেলে প্রবেশ করে। লাহোর থেকে চার্টার্ড ফ্লাইটে কলম্বো যায় দলগুলো। একই বহরে ছিল পাকিস্তান ও স্বাগতিক শ্রীলংকাও। তিন দল একই হোটেলে থাকলেও ভারত থাকছে আলাদা হোটেলে।

আজ শুক্রবার অনুশীলন, শনিবার আরেকটি বড় পরীক্ষা সাকিব আল হাসানের দলের। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের টিকে থাকার লড়াই। পরদিন একই মাঠে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি।

সুপার ফোরের পাঁচটি এবং ফাইনাল হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। আগামীকাল শনিবার (৯ সেপ্টেম্বর) স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখতে হলে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।

জয়ের ধারায় ফিরে আসার স্বপ্ন দেখছেন সাকিব। গ্রুপ পর্বে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। সাকিব বলেন, ‘এ ম্যাচকে গুরুত্বসহকারে নিতে হবে এবং পরের ম্যাচের জন্য এগিয়ে যেতে হবে। কারণ খুব তাড়াতাড়ি আমাদের আরও একটি ম্যাচ আছে।’

এশিয়া কাপের ফাইনাল ১৭ সেপ্টেম্বর। সপ্তাহজুড়ে বৃষ্টির শঙ্কা রয়েছে কলম্বোতে। ভেন্যু বদলের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা করেনি আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এশিয়া কাপে বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে ব্যাটিং। সাকিবদের সুপার ফোর শুরু হয়েছে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে। শ্রীলংকার মাটিতে চ্যালেঞ্জ আরও বেশি। কেননা পেসের পাশাপাশি স্পিনও ধরে এখানে।

হাইব্রিড মডেলের এশিয়া কাপের তিন ম্যাচের দুটিতে দুইশ’র আগে গুটিয়ে গেছে বাংলাদেশ। লঙ্কায় ফেরা বাংলাদেশকে মহাদেশীয় টুর্নামেন্টের আরেকটি ফাইনাল খেলতে হলে শ্রীলংকা ও ভারতকে হারাতে হবে। ১৫ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ রোহিত শর্মার দল।