যাত্রাবাড়ীতে গ্রেফতার জামায়াতের ৪৬ নেতাকর্মী কারাগারে

যাত্রাবাড়ীতে গ্রেফতার জামায়াতের ৪৬ নেতাকর্মী কারাগারে

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার ৪৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার এ আদেশ দেন।

এদিন, জামায়াতের ওই ৪৬ নেতাকর্মীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মামুন মাতুব্বর। অপরদিকে, আসামিপক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

জানা যায়, শুক্রবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় পুলিশসহ আহত হন অনেকে। 

এসময় পুলিশ দলটির ৪৬ নেতাকর্মীকে আটক করে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. রাসেদুল ইসলাম বাদী হয়ে আটক ৪৬ জনের নাম উল্লেখ করে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।