স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সাংবাদিকরা : ইন্দিরা

স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সাংবাদিকরা : ইন্দিরা

স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সাংবাদিকরা : ইন্দিরা

মহিলা ও শিশু বিষয়ক  প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সত্য, নিরপেক্ষ ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সাংবাদিকরা। তিনি বলেন, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যমের ভুমিকার কারণে জাতি উপকৃত হচ্ছে। 

আজ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি জিস্ট পলিটেকনিক মাঠে আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক সভ্যতার আলো’র ৭ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।  তিনি আরো বলেন, গণমাধ্যমের কল্যাণে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। ফলে মানুষ এখন গুরুত্বপূর্ণ খবর পেতে চায় শুধু তাই নয়, মানুষ এখন খবরের পেছনের ঘটনাও জানতে চায়। সমাজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এবং নিয়মের সুফল সম্পর্কে গণমাধ্যম সবসময় ভূমিকা পালন করে।  

পত্রিকাটির সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ইউএনও আব্দুলাহ আল মাহফুজ, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমদ, জিস্টের দুই প্রতিষ্ঠাতা ড. এম এ মান্নান সরকার ও ড. জাকারিয়া আব্বাসী, কথা সাহিত্যক নাট্যকার আবু সুফিয়ান ।

সূত্র : বাসস