ছেলে-মেয়ের নামে কসম করা

ছেলে-মেয়ের নামে কসম করা

প্রতীকী ছবি

প্রশ্ন: একজন আমার ভাইকে কসম দিয়ে বলেন, ‘তোর ছেলে-মেয়ের কসম! তুই অমুকের সঙ্গে কথা বলবি না।’ এ অবস্থায় আমার ভাইয়ের জন্য কি ওই লোকের সঙ্গে কথা বন্ধ করা বাধ্যতামূলক?

-মিনহাজ, চট্টগ্রাম

উত্তর: কসম আল্লাহর নামে হয়ে থাকে। ছেলে-মেয়ের নামে কসম দেওয়ার দ্বারা কসম হবে না। তাই আপনার ভাইয়ের জন্য ওই লোকের সঙ্গে কথা বন্ধ করা বাধ্যতামূলক নয়। তবে যিনি এ ধরনের কসম দিয়েছেন, তিনি গুনাহগার হবেন এবং তাকে তাওবা করতে হবে। (বাদায়েউস সানায়ে : ৩/২১, আপকে মাসায়েল আওর উনকা হল : ৪/২৯৬)