সখীপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় ৩ চোর আটক

সখীপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় ৩ চোর আটক

প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় মাইক্রোবাসসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বহেড়াতৈল এলাকায় ট্রান্সফরমার চুরির সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি গ্রামের আবেদ আলীর ছেলে রুবেল মিয়া (৩০), টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেরিপটল গ্রামের রজব আলীর ছেলে রাশেদুল ইসলাম (২৮) এবং সিরাজগঞ্জের বেলকুচি থানার সামগাতি গ্রামের জেলার শেখের ছেলে হযরত আলী (৩০)।

পুলিশ জানায়, রাতের বেলায় ট্রান্সফরমার চুরির সংবাদে উপজেলার বহেড়াতৈল এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় একটি মাইক্রোবাস এবং চুরি করার অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন চোর পালিয়ে গেছে।

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, সখীপুরে প্রায় তিন মাসের মধ্যে বিভিন্ন এলাকা থেকে ২০-২২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এই প্রথম তিনজনকে ধরতে পেরেছে পুলিশ।