টপ অর্ডারে ধস, চাপে টালমাটাল টাইগাররা

টপ অর্ডারে ধস, চাপে টালমাটাল টাইগাররা

সংগৃহীত

একে একে নেই তিন উইকেট। ওপেনার থেকে নাম্বার থ্রি, কারো ব্যাটই হাসেনি ভারতীয় বোলারদের বিপক্ষে। মুখরক্ষার ম্যাচে শুরুতেই ঘুরে দাঁড়ানোর বদলে মুখ থুবড়ে পড়ছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

টুর্নামেন্টে সুপার ফোরের গুরুত্বপূর্ণ তিন ম্যাচেই সুবিধা করতে পারেননি লিটন কুমার দাস। আজকের ম্যাচে তিনি ফিরেছেন ২ বল খেলে মাত্র ০ রানে। আর দ্বিতীয় বারের মতো টুর্নামেন্টে ওপেন করতে নামা তানজিদ হাসান আজও সুবিধা করতে পারেননি। ১২ বলে ১৩ রান করে তিনিও ধরেছেন সাজঘরের পথ।

হঠাৎ দলে ডাক পাওয়া এনামুল হক বিজয়কে আজকে নামানো হয়েছিল তিন নম্বরে। তবে তিনিও ফ্লপ। বহু কারণে আলোচিত সমালোচিত এই উইকেট কিপার ব্যাটার ১১ বল খেলে মাত্র ৪ রান তুলতে পেরেছেন।

সবমিলিয়ে সাকিব আল হাসানের দলের সব পরিবর্তন ও পরিকল্পনা ব্যর্থতার দিকেই ছুটছে। সময়ের সাথে পাল্লা দিয়েই বাড়ছে বিপর্যয়ের শঙ্কা।

ভারতের হয়ে দুই উইকেট শিকার করেছেন শার্দুল ঠাকুর। আরেকটি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামী।