রংপুর থেকে তারুণ্যের রোডমার্চ শুরু

রংপুর থেকে তারুণ্যের রোডমার্চ শুরু

সংগৃহীত

সরকার পতনের এক দফা আন্দোলনে তরুণ ভোটারদের সম্পৃক্ত করতে রংপুরে তারুণ্যের রোডমার্চ শুরু করেছে বিএনপি।শনিবার সকাল ১১টা ২০ মিনিটে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ রোডমার্চ শুরু হয়েছে।

রংপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে এ রোডমার্চ দিনাজপুর গিয়ে শেষ হবে। প্রথম দিনের এ কর্মসূচিতে আদমদিঘী, সৈয়দপুর ও দশ-মাইলে তিনটি পথসভা হবে।

শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

শুরুতে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সমাপ্তির সভাপতিত্ব করেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। সঞ্চালনা করেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

আগামীকাল রবিবার ১৭ সেপ্টেম্বর সকাল ৯টায় বগুড়া চার রাস্তার মোড় থেকে শুরু করে রাজশাহী শেষ হবে দ্বিতীয় দিনের রোডমার্চ।