এশিয়া কাপ ফাইনাল : বৃষ্টি থেমেছে, ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা

এশিয়া কাপ ফাইনাল : বৃষ্টি থেমেছে, ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা

ফাইল ছবি

এশিয়া কাপের ১৬তম আসরে ফাইনালে মুখোমুখি হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় খেলাটি মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টি আঘাত হানায় খেলা শুরু হতে বিলম্ব হয়। নির্ধারিত সময়ে ৪০ মিনিট পর খেলা শুরু হয়। 

বৃষ্টির সম্ভাবনা মাথায় নিয়েই ফাইনাল ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ৮০ থেকে ৯০ শতাংশ বৃষ্টির আগাম বার্তা দিয়েছিল আবহাওয়া অফিস। বাংলাদেশ সময় বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টায় সময়ও বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে বৃষ্টির প্রকোপ কমতে পারে।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দুশান হেমন্থ ও মাথিশা পাথিরানা।

ভারত একাদশ

শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।