আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল কারা দেখছে?

আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল কারা দেখছে?

সংগৃহীত

সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির মধ্যে দারুণ জনপ্রিয় ইনস্টাগ্রাম। বিশ্বজুড়ে এই অ্যাপের কোটি কোটি ইউজার রয়েছে। ছবি এবং ভিডিওর (রিল) জন্য বেশি পরিচিত ইনস্টাগ্রাম। কিন্তু অনেকেই আছেন যারা সেই প্রোফাইল ফলো না করে গোপনে সেই অ্যাকাউন্টের উপর নজর রাখে। যাকে ইংরেজিতে বলা হয় স্টক করা।

ফেসবুকের মতো ইনস্টাগ্রামেও এই প্রবণতা লক্ষ্য করা যায়। আপনিও কি এই ধরনের ইউজারদের খুঁজে পেতে চান যারা আপনার প্রোফাইল স্টক করছে? চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক সেই উপায়।
 

ইনস্টাগ্রাম স্টোরি কারা দেখছে কীভাবে বুঝবেন?

সবার প্রথমে ইনস্টাগ্রাম প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
তারপর প্রোফাইল পিকচারে ট্যাপ করুন।

এবার স্টোরি সোয়াইপ করলেই নিচে দেখতে পাবেন কারা কারা আপনার স্টোরি দেখেছে।

ইনস্টাগ্রাম স্টোরি হাইলাইট কারা দেখছে কী ভাবে জানবেন?

ইউজার ইনস্টাগ্রামে যে স্টোরি দেয় তার একটি অ্যালবাম করে রাখার জন্য আনা হয়েছে হাইলাইটস।

এটি ঠিক প্রোফাইল পিকচারের নিচেই থাকে।

এই হাইলাইটস অপশনে ট্যাপ করুন।

তারপর যেই স্টোরির দেখতে চান সেটির নিচ থেকে উপরে সোয়াইপ করুন।

কারা কারা সেই স্টোরি ও হাইলাইটস দেখেছেন জেনে যাবেন।

কারা আপনার প্রোফাইল দেখছে কীভাবে বুঝবেন?

ইনস্টাগ্রাম তাদের বিজনেস প্রোফাইলগুলিতে এই অপশন দিয়ে থাকে। বিজনেস প্রোফাইলগুলির জনপ্রিয়তার বাড়ানোর লক্ষ্যে এই ফিচার এনেছে ইনস্টাগ্রাম। প্রোফাইল ভিজিটর অপশনে গিয়ে কারা কারা প্রোফাইল দেখেছে তা জানতে পারবেন। এমনকি তাদের সঙ্গে যোগাযোগও করতে পারবেন।

যে সকল ইউজার তাদের প্রোফাইল কারা কারা স্টক করছেন জানতে চান তাদের জন্য এটি ভালো বিকল্প। আপনার যদি স্বাভাবিক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে খুব সহজে সেটি বিজনেস প্রোফাইলে বদলাতে পারবেন।

বিজনেস অ্যাকাউন্ট কীভাবে করবেন?

ইনস্টাগ্রামের উপরে ডান দিকে একটি থ্রি লাইন ডট থাকবে।

সেই সেকশনে গিয়ে Settings and Privacy অপশনে ট্যাপ করতে হবে।

এখানে Account type and tools নামে একটি অপশনে ক্লিক করতে হবে।

তারপর Switch to professional account-এ ট্যাপ করে Continiue বাটনে ক্লিক প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

বিজনেস প্রোফাইল তৈরি হয়ে গেলে প্রোফাইল পিকচারের ঠিক নিচে একটি Insights অপশন থাকবে যেখানে ক্লিক করে যাবতীয় তথ্য জেনে যাবেন। তবে কেউ যদি ইনস্টাগ্রাম প্রোফাইল ব্যক্তিগত রাখতে চান তারা সেটিংসে গিয়ে অ্যাকাউন্টটি প্রাইভেট করে দিতে পারেন। এর জন্য সেটিংস অপশনে গিয়ে account privacey ট্যাবে ক্লিক করতে হবে। তারপর Private account টগেলটি অ্যালাও করে দিতে হবে।