ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং ফরিদপুর সদর হাসপাতালে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে ফরিদপুর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হলো।

গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার ভোর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাবিহা (১০), ভাঙ্গা উপজেলার ওয়াসিম (২৩), বোয়ালমারী উপজেলার শিউলী বেগম (৩৫) ও সালথা উপজেলার কথান (৩২)।

সদর হাসপাতালে মারা যান নগরকান্দা উপজেলার মোমরেজ (৬৬) ও মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মাহবুবু হোসেন (৩৫)।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে। সর্বমোট মৃত্যুর সংখ্যা ৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৮৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮২১ জন।

এদিকে, ডেঙ্গু রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা সংকটের কারণে বেশির ভাগ রোগীকে থাকতে হচ্ছে হাসপাতালের মেঝে কিংবা খোলা জায়গায়।