চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি জলহস্তী

চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি জলহস্তী

সংগৃহীত

ঢাকা চিড়িয়াখানা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় স্থায়ীভাবে নতুন অতিথি হিসেবে এসেছে ‘জলহস্তী’। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে কাভার্টভ্যানযোগে জলহস্তীটি চট্টগ্রামে আনা হয়েছে। এর আগে চট্টগ্রাম চিড়িয়াখানায় জলহস্তীর জন্য প্রস্তুত রাখা হয় নতুন জলাধারসহ তার আবাসস্থল। এটাই প্রথম চট্টগ্রাম চিড়িয়াখানায় জলহস্তীর আগমন। এর আগে চট্টগ্রামের একমাত্র এবং বিভিন্ন প্রাণিতে সমৃদ্ধ এই চিড়িয়াখানায় জলহস্তী ছিল না।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাৎ হোসেন শুভ গণমাধ্যমকে জানান, ঢাকা চিড়িয়াখানা থেকে জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়েছে। সকাল ৮টার দিকে এটি চট্টগ্রামে পৌঁছায়। পরে এটির জন্য নির্ধারিত এবং নতুন করে প্রস্তুতকৃত জলাধারে এটিকে রাখা হয়েছে। জলহস্তীটি সুস্থ রয়েছে।

তিনি জানান, আরও একটি জলহস্তী আনা হবে সপ্তাহখানেক পর। তবে এর বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে দুটি বাঘ দেওয়া হয়েছে রংপুর চিড়িয়াখানায়। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা ছিল ১৬টি। এর মধ্যে থেকে দুটি বাঘ রংপুর চিড়িয়াখানায় দেওয়া হয়েছে। এর বিনিময়ে ঢাকা চিড়িয়াখানা থেকে দুটি জলহস্তী আনা হচ্ছে।