ডাচ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক

ডাচ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক

সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী লিস‌সে শ্রাইনামাখারের স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁ‌কে বৈঠ‌ক ক‌রেন মো‌মেন-শ্রাইনামাখা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে তারা দু’দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুই মন্ত্রী দু‌’দে‌শের বহুমাত্রিক সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

ড. মোমেন বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ এবং বিনিয়োগের ওপর উচ্চরিটার্নের কথা উল্লেখ করে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রগুলোতে অভাবনীয় সাফল্য ও অগ্রগতি অর্জন করেছে।

ডাচ বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

উভয় মন্ত্রী দুদেশের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরও বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রকে আরও সম্প্রসারণের ব্যাপারে আলোচনা করেন।