নড়াইলে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার
সংগৃহীত
নড়াইলের লোহাগড়ায় পৃথক মামলায় ছয় মাস, আট মাস এবং নয় মাসের সাজাপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভোরে ও লাহুড়িয়া ইউনিয়ন ও লোহাগড়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
এদিন সন্ধ্যায় লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে খায়রুল আলী, মৃত রুস্তম আলীর ছেলে আহম্মেদ আলী, রায়গ্রামের মোহাম্মদ মোল্যার ছেলে শফিকুল ইসলাম এবং লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামের জলিল বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস ওরফে রমজান বিশ্বাস।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশ মারামারি মামলায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি খায়রুল আলী ও আহম্মেদ আলীকে লাহুড়িয়া ইউনিয়ন থেকে গ্রেফতার করে। এছাড়া মাদক মামলায় ৮ মাসের কারাদণ্ড পাওয়া শফিকুল ইসলাম ও ৯ মাসের সশ্রম কারাদণ্ড পাওয়া রমজান বিশ্বাসকে লোহাগড়া পৌরসভা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ওসি নাসির উদ্দীন ঢাকা মেইলকে বলেন, মারামারি ও মাদক মামলায় সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।