অঁরির রেকর্ড ছুঁলেন সালাহ, পিছিয়ে পড়েও জয় লিভারপুলের

অঁরির রেকর্ড ছুঁলেন সালাহ, পিছিয়ে পড়েও জয় লিভারপুলের

ছবিঃ সংগৃহিত।

ইংলিশ ক্লাবের হয়ে ইউরোপের বড় টুর্নামেন্টে এতদিন সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরির।বৃহস্পতিবার রাতে সে রেকর্ডে ভাগ বসিয়েছেন মোট ৪২ গোল করা মোহাম্মদ সালাহ।

সালাহর রেকর্ড ছোঁয়ার রাতে পিছিয়ে পড়া ম্যাচেও দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। ৭ বছর পর ইউরোপা লিগে খেলতে নেমে অস্ট্রিয়ান ক্লাব লাস্ককে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে জার্গেন ক্লপের দল।

প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ১৪ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে লিভারপুল। লাস্ককে এগিয়ে দেন ফ্লেকার। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান নুনেজ।

এর ৮ মিনিট পরই লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৮৮ মিনিটে লিভারপুলের হয়ে শেষ গোলটি করেন সালাহ। আর এই গোলের মাধ্যমে থিয়েরি অঁরির রেকর্ডে ভাগ বসান মিসরীয় তারকা।