ওয়ানডেতে যে রেকর্ড গড়লেন সোধি

ওয়ানডেতে যে রেকর্ড গড়লেন সোধি

ইশ সোধি

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধির বলে ভেঙে চুরমার হয়ে গেছে টাইগার শিবির। তার ঘূর্ণিতে টালমাটাল টাইগাররা অলআউট হয়েছে ১৬৮ রানে। লিটন দাসের নেতৃত্বাধীন দল হেরেছে ৮৬ রানে। সোধি একাই নিয়েছেন ৬ উইকেট। ১০ ওভারে দিয়েছেন ৩৯ রান।

নিউজিল্যান্ডের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট পেলেন সোধি। এর আগে, ২০০৭ সালে কুইন্সটাউনে বাংলাদেশের বিপক্ষেই ৭ রানে ৫ উইকেট পেয়েছিলেন ড্যানিয়েল ভেট্টোরি।

এ ছাড়া এশিয়ার মাটিতে এশিয়ার বাইরের কোনো স্পিনারের ওয়ানডে সেরা বোলিং এটি। এর আগে, ২০১৭ সালে আফগানিস্তানের বিপক্ষে ৫৫ রানে ৬ উইকেট পেয়েছিলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

উল্লেখ্য, গতকালকের ম্যাচে নিউজিল্যান্ডের রান আড়াইশ পার করতে গরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সোধি। শেষ দিকে যোগ করেছেন ৩৫ রান। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অবদান রাখায় হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ।