কেইনের হ্যাটট্রিকে বড় জয় বায়ার্নের

কেইনের হ্যাটট্রিকে বড় জয় বায়ার্নের

ছবিঃ সংগৃহীত।

বুন্দেসলিগাতে এক ম্যাচ পরই জয়ে ফিরল বায়ার্ন মিউনিখ। শনিবার ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে হ্যারি কেইনের হ্যাটট্রিকে বায়ার্ন ৭-০ গোলে হারিয়েছে বচুমকে।

ম্যাচের ১২ মিনিটে নিজের প্রথম গোলটি করেন কেইন। ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান পেনাল্টি থেকে। ৮৮ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। তিন গোলে বায়ার্নের হয়ে রেকর্ডও গড়েছেন ইংলিশ এই ফরোয়ার্ড।

লিগের প্রথম পাঁচ ম্যাচে কেইনের গোলসংখ্যা হলো ৭টি। বায়ার্নের হয়ে প্রথম পাঁচ লিগ ম্যাচে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় এখন কেইন। ৩০ বছর বয়সী কেইন এই রেকর্ডে পেছনে ফেলেছেন গার্ড মুলার, মিরো¯øাভ ক্লোসা এবং মারিও মানজুকিচকে। তারা তিন জনই ক্লাবের হয়ে প্রথম পাঁচ লিগ ম্যাচে করেছিলেন ৫টি করে গোল।

বায়ার্নের বাকি চারটি গোল করেন চুপো-মোটিং, ডি লিখট, লেরয় সানে ও ম্যাথিয়াস টেল।

এর আগে লিগের সবশেষ ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে (২-২) ড্র করে বাভারিয়ানরা।

পাঁচ ম্যাচে ১৩ পয়েন্টে শীর্ষে বায়ার্ন মিউনিখ।